নিউজ ডেস্ক:
ঢাকা ওয়াসার পানির মূল্য বৃদ্ধির উপর আগামী ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নের্তৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
আদালতে ওয়াসার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও আবেদনের পক্ষে রিটকারী আইনজীবী তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।
রিট আবেদনে বলা হয়, আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহ করা প্রতি এক হাজার লিটার পানির দাম ১১ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে।
এছাড়া বাণিজ্যিক সংযোগে প্রতি হাজার লিটার পানির দাম ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়। গত পহেলা এপ্রিল থেকে এই মূল্য বৃদ্ধি কার্যকর হয়েছে। এই মূল্যবৃদ্ধি চ্যালেঞ্জ করে রিট করেন ব্যারিস্টার তানভীর।