JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
জাতীয় ফোকাস নিউজ

করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন ৬৫ সাংসদ

নিউজ ডেস্ক:
চলমান সংসদের ১৫ মন্ত্রী-এমপি কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। তারা চলতি অধিবেশনে সংসদেও এসেছিলেন। এ কারণে অন্যরাও সংক্রমিত হতে পারেন– এ আশঙ্কায় সব সংসদ সদস্যকেই করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করাচ্ছে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, বাজেট অধিবেশনের আগামী ৪ কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপির নমুনা পরীক্ষার জন্য ইতিমধ্যে চিঠি দেয়া হয়েছে। সংসদের মেডিকেল সেন্টারে শনিবার থেকে নমুনা জমা দিচ্ছেন এমপিরা। প্রথম দিন ২০ এমপি নমুনা দিয়েছেন। রোববার আরও ৪৫ জন দিয়েছেন। সব মিলিয়ে দুদিনে নমুনা দিয়েছেন ৬৫ জন। আজও কয়েক ডজন এমপি নমুনা দেবেন।

করোনা সংক্রমণের ঝুঁকির কথা বিবেচনা করে বাজেট অধিবেশনে এমপিদের ভাগ করে অংশ নেয়ার পরিকল্পনা আগেই নেয়া হয়। সে মোতাবেক প্রতিদিন ৮০-৯০ এমপি অংশ নেন। প্রত্যেক এমপির বসার স্থানে দূরত্ব বজায় রাখা হচ্ছে। এর পরও কয়েকজন আক্রান্ত হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে। এ কারণে করোনা পরীক্ষা করে সংসদে ঢোকার উদ্যোগ নেয়া হয়েছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানান, আমরা তিন দিন নমুনা সংগ্রহের উদ্যোগ নিয়েছি। এটি বাধ্যতামূলক নয়। তবে এমপিরা স্বেচ্ছায় এসে নমুনা দিচ্ছেন।

এ পর্যন্ত দেশের ১৫ মন্ত্রী-সংসদ সদস্য সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে দুজন ইতিমধ্যে মারা গেছেন।

শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২-৩ দিন আগে থেকেই জ্বরে আক্রান্ত মাশরাফি বিন মুর্তজা। সেই সঙ্গে ছিল শরীর ব্যথা। পরে করোনা পরীক্ষার জন্য বৃহস্পতিবার নমুনা দেন তিনি। শুক্রবার মাশরাফির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন তিনি।

করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এই সংক্রান্ত আরও খবর

প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার মৃত্যুতে বাসাজ’র শোক

Shahadat Hossen

মাসে ১০ কোটি করে পদ্মার বকেয়া পরিশোধে রাজি বিমান

Shahadat Hossen

আফগানিস্তানফেরত ফখরুল হাল ধরেন হুজির, ছিল বড় হামলার পরিকল্পনা

Shahadat Hossen

হেযবুত তওহীদের নারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল

Shahadat Hossen

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

Shahadat Hossen

কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু

Shahadat Hossen

Leave a Comment