JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
রংপুর রাজনীতি

কাউনিয়ায় মুজিববর্ষে অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে ঝলমলে আকাশ

কাউনিয়া প্রতিনিধি:
সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রংপুরের কাউনিয়ায় চোখ ধাঁধাঁলো আতশবাজি ও রঙিন ফানুসে ঝলমলে হয়ে ওঠে গোধূলি আকাশ। এসময় নানা রঙের ওড়ানো ফানুসে ঝলকে ওঠা আলোতে যেন গোটা আকাশ মুহূর্তেই রঙিন হয়ে ওঠে। সঙ্গে ছিলো মনোমুগ্ধকর বর্ণিল আতশবাজি।

উৎসবমূখোর পরিবেশে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে স্থানীয় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতার অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে এ বর্ণিল আতশবাজি ও শতাধিক ফানুস ওড়ানো হয়েছে। এরআগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা। এছাড়াও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদ, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ন সম্পাদক আব্দুল জলিল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হাসান, আ.লীগ নেতা প্রভাষক আশরাফুল আলম, বালাপাড়া আ.লীগের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মাসুদ হিমেল, সভাপতি সুশান্ত সরকার, সিঃ সহ-সভাপতি জামিল হোসাইনসহ আ.লীগ ও তার সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরও খবর

সরকার ভয় পেয়েছে: আমীর খসরু

Shahadat Hossen

১৬ জানুয়ারি দেশব্যাপী সমাবেশ-মিছিল করবে বিএনপি

Shahadat Hossen

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে: মির্জা ফখরুল

Shahadat Hossen

ধাক্কা ও টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না : মির্জা আব্বাস

Shahadat Hossen

পল্টনে মোটামুটি, বিজয় নগরে ২৪ জন ও প্রেসক্লাবে ২০: কাদের

Shahadat Hossen

মির্জা ফখরুল ও আব্বাসের জামিননামা কারাগারে

Shahadat Hossen