JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
চট্টগ্রাম

কুমিল্লা-কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত দুই

বজ্রশক্তি ডেস্ক:
কুমিল্লা ও কক্সবাজারে পৃথক পৃথক বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাবি নিহতরা ডাকাত দলের সদস্য।

কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাজহারুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মাজহারুল ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি। তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। নিহত মাজহারুল ইসলাম জেলার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পশ্চিমসিং এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি ডাকাতদল পশ্চিমসিংহ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি পেয়ে ডাকাত দলের সদস্যরা ইট-পাটকেল ও গুলি ছোড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে মাজহারুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় বুড়িচং থানার ওসিসহ পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- ওসি মো.মোজাম্মেল হক, এসআই নন্দন চন্দ্র সরকার, এএসআই জহিরুল ইসলাম ও তিন কন্সস্টেবল।

এদিকে কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর সঙ্গে বন্দুকযুদ্ধে নুরুল আমিন নামের একজন নিহত হয়েছেন। নিহত নুরুল লেদা নুরালি পাড়ার কুখ্যাত ডাকাত দলের প্রধান। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এই সংক্রান্ত আরও খবর

রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে ৩ জনের মৃত্যু

Shahadat Hossen

বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, গ্রেপ্তার ৪

Shahadat Hossen

গাইবান্ধা ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

Shahadat Hossen

চট্টগ্রাম, কক্সবাজার ও কুষ্টিয়া ‘গোলাগুলিতে’ নিহত ৪

Shahadat Hossen

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

Shahadat Hossen

ব্রাহ্মণবাড়িয়ায় এএসআই হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Shahadat Hossen