কুড়িগ্রাম প্রতিনিধি:
অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহীন আলমকে সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
সোমবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ হেলাল আহমেদ, ফিরোজ আহমেদ, ওবায়দুল হক বাহার, আতিকুজ্জামান, রনি আহমেদ প্রমূখ।
এসময় ক্রিকেটার শাহীন আলম বলেন, বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য হয়ে নিজেকে গর্বিত মনে করছি। আমরা বিশ্বকাপ জয় করে বাংলাদেশে আসার পর প্রধানমন্ত্রীসহ দেশের মানুষ আমাদেরকে যে সংবর্ধনা দিয়েছে এটা ভোলার মতো নয়। এলাকাবাসীসহ দেশের মানুষের কাছে দোয়া চাই আগামীতে যেন আরো ভালো কিছু করতে পারি।
বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা পাইকপাড়া গ্রামের দিনমজুর শাহাদত হোসেনের পূত্র।