JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
খেলাধুলা ফোকাস নিউজ রংপুর

কুড়িগ্রামে ক্রিকেটার শাহীন আলমকে সংবর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ফিরেছেন অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটার শাহীন আলম। শুক্রবার দুপুরে ঢাকা থেকে কুড়িগ্রামে আসলে হাজারো ক্রিকেট ভক্ত ও সমর্থকরা তাকে ফুল দিয়ে বরন করে নেন।

এসময় জেলা ক্রীড়া সংস্থা সহ জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। পরে ক্রিটার শাহীন স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুল দিয়ে বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানান। এর পর তাকে নিয়ে সমর্থকরা খোলা গাড়িতে নিয়ে শহর প্রদক্ষিন করে। এসময় রাস্তার পাশে দাড়িয়ে অসংখ মানুষ তাকে শুভেচ্ছা জানান।

পরে মটর সাইকেল শোভা যাত্রা সহ তার বাড়ী উলিপুর উপজেলার যমুনা পাইক পাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। এ সময় গ্রামবাসীরা তাকে একনজর দেখতে চলে আসে।

Kurigram-World-Cup-Cricketer-Shahin-Alam-photo-(2)-14.02

বিশ্বকাপজয়ী এ ক্রিকেটারের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা পাইকপাড়া গ্রামের দিনমজুর শাহাদত হোসেনের পূত্র শাহীন আলম। তিন ভাইবোনের মধ্যে শাহীন আলম ছোট। মা সাতিনা বেগম একজন গৃহিনী। মাত্র দুই শতক জমির উপর তাদের বাড়ি।

ক্রিকেটার শাহীন আলম বলেন, বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য হয়ে নিজেকে গর্বিত মনে করছি। আমরা বিশ্বকাপ জয় করে বাংলাদেশে আসার পর প্রধানমন্ত্রীসহ দেশের মানুষ আমাদেরকে যে সংবর্ধনা দিয়েছে এটা ভোলার মতো নয়। এলাকাবাসীসহ দেশের মানুষের কাছে দোয়া চাই আগামীতে যেন আরো ভালো কিছু করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন, জালাল উদ্দিন লাইজু, মানবিক কুড়িগ্রামের সভাপতি ফিরোজ আহমেদ, ক্রিড়া সংগঠক মামুনুর রশিদ, সাংবাদিক ইউসুফ আলমগীরসহ ক্রিড়ামোদীরা।

এই সংক্রান্ত আরও খবর

প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার মৃত্যুতে বাসাজ’র শোক

Shahadat Hossen

মাসে ১০ কোটি করে পদ্মার বকেয়া পরিশোধে রাজি বিমান

Shahadat Hossen

আফগানিস্তানফেরত ফখরুল হাল ধরেন হুজির, ছিল বড় হামলার পরিকল্পনা

Shahadat Hossen

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

Shahadat Hossen

কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু

Shahadat Hossen

মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

Shahadat Hossen