কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার হোটেল অর্ণব প্যালেস হলরুমে জেলা বেকারী মালিক সমিতি এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজার রহমান।
জেলা বেকারী মালিক সমিতির সভাপতি শ্রী বরুণ কুমার সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্যানিটেশন অফিসার মোঃ জহুরুল ইসলাম, সদর উপজেলা স্যানিটেশন অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
সভায় সকল বেকারী মালিকদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে ধারণা দেয়া হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার জন্য আহŸান জানানো হয়।