গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় একটি টেম্পো মসজিদের দানবাক্সে ধাক্কা খেয়ে ভাইবোন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ওই পরিবারের আরও তিন সদস্য।
গাইবান্ধা থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, বুধবার সকালে বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর বটতলা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের আফছার আলীর ছেলে খালেকুল ইসলাম (১০) ও মেয়ে আফরিন খাতুন (১৪)।
আহত হয়েছে শিশুদের ছোট বোন আয়শা খাতুন (৭), মা খুকি বেগম (৪০) ও খুকির ভাইবউ লাইজু বেগম (৩০)। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাদিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাফায়েতুল হক বলেন, পরিবারের পাঁচ সদস্য ফেনী থেকে বাসে করে সকালে গাইবান্ধা বাস টার্মিনাল আসেন। সেখান থেকে টেম্পোতে করে ভাঙ্গামোড় গ্রামে বাড়িতে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে টেম্পোটি একটি মসজিদের দানবাক্সে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই খালেকুলের মৃত্যু হয়।
এছাড়া দুর্ঘটনায় আহত হন চারজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আফরিন খাতুনের মৃত্যু হয় বলে জানান চেয়ারম্যান।
ওসি শাহরিয়ার বলেন, ঘটনাস্থল থেকে টেম্পোটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।