প্রেস বিজ্ঞপ্তি:
জার্নালিস্ট অ্যালায়েন্স ফাউন্ডেশন অব বাংলাদেশের (Journalist Alliance Foundation Of Bangladesh, JAFB) কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংগঠনের গুলশানের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মশিউর রহমান, সহ-সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মো. আলী হোসেন, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মাহবুব আলম, দপ্তর সম্পাদক শাহাদৎ হোসেন, আইন সম্পাদক রাজু আহম্মেদ, প্রচার সম্পাদক আমান উল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক সামসুল আলম খানসহ সংগঠনের নির্বাহী সদস্যগণ।
সভায় সংগঠনের রেজিস্ট্রেশন পাওয়ায় সকল সদস্যকে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি মো. মশিউর রহমান ও সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা।
এসময় সংগঠনের সারা দেশের সকল জেলা-উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন, পরবর্তী কার্যক্রম ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।