নবাবগঞ্জ প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে ।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর জোন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, থানার ওসি অশেক কুমার চৌহান , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা আঃয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাহাদত মোঃ সায়েম সবুজ, ৬নং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসমান জামিল, ৪নং শালখুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।