নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বেসরকারি টেলিভিশন মাছরাঙা টিভি ও অনলাইন সংবাদপত্র পরিবর্তন ডটকম-এর পঞ্চগড় জেলা প্রতিনিধি খোরশেদ আলম ইন্তেকাল করেছেন।
সোমবার(৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এরআগে তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন এবং পরে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে সিনিয়র এ সাংবাদিকের মৃত্যু খবর ছড়িলে পড়লে জেলা ও উপজেলার সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নামে।
তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পঞ্চগড় প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব, জেলা রিপোর্টাস ক্লাব, জেলা রিপোর্টাস ইউনিটি, জেলা অললাইন জার্নালিষ্ট এসোশিয়েশন, উপজেলা প্রেস ক্লাব তেঁতুলিয়া, বোদা প্রেস ক্লাবে, আটোয়ারী প্রেস ক্লাবসহ বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিক ও সাংবাদিক সংগঠনগুলো।