নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড়ে অরাজনৈতিক ধর্মীয় আন্দোলন হেযবুত তওহীদের ‘রজত জয়ন্তী’ পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বোদা উপজেলার পূর্ণিমার চাদ মার্কেটের ২য় তলায় নিজস্ব জেলা কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে এ ‘রজত জয়ন্তী’ পালন করা হয়। পরে দলীয় কর্মীদের নিয়ে আলোচনা করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসময় উপস্থিত ছিলেন, বোদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা হেযবুত তওহীদ এর সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জেলার উপজেলা হেযবুত তওহীদের সভাপতিসহ নেতৃবিন্দ, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার করটিয়া জমিদার পন্নী পরিবারের উত্তরসুরী মরহুম জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী হেযবুত তওহীদের এই আন্দলনটি প্রতিষ্ঠা করেন।