বজ্রশক্তি ডেস্ক:
বনানীর টিঅ্যান্ডটি কলোনি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরআগে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. ফরহাদুল আলম শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ আগুনের সূত্রপাত হয়। প্রথমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর আরও ৪টি ইউনিট যুক্ত হয়। মোট ২২টি ইউনিটের টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নির্বাপণ হলেও এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।