প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শনিবার (২২ আগস্ট) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এক বছর মেয়াদী এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে ‘প্রতিপক্ষের’ সম্পাদক আ,স,ম রেজাউন-নবী রাজুকে সভাপতি ও দৈনিক দেশেরপত্র জেলা প্রতিনিধি ও গাইবান্ধা টিভি অনলাইনের চেয়ারম্যান আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্য সদস্যরা হলেন- আমিরুল ইসলাম কবির সহ-সভাপতি (জেলা প্রতিনিধি, জয়জাত্রা টিভি), আক্তার হোসেন খান ওপেল যুগ্ম সাধারণ সম্পাদক (সদর প্রতিনিধি, জেটিভি), সোহরাব হোসেন শিরল সাংগঠনিক সম্পাদক (সদর প্রতিনিধি, দৈনিক বজ্রশক্তি), জুলহাস হোসেন অর্থ সম্পাদক (স্টাফ রিপোর্টার, গাইবান্ধা টিভি), শাহজাহান সিরাজ দপ্তর সম্পাদক (জেলা প্রতিনিধি, দৈনিক গণ মানুষের আওয়াজ), হাবিবুর রহমান হাবিব আইন বিষয়ক সম্পাদক (এমটিভি প্রতিনিধি), খোরশেদ আলম প্রচার সম্পাদক (সাপ্তাহিক জনসেনা), নুর হোসেন রেইন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক (এশিয়ান টিভি), তাজুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (বিশেষ প্রতিনিধি, জিটিভি অনলাইন), জিল্লুর রহমান তথ্য ও গবেষণা সম্পাদক (দেনিক চাদনি বাজার)।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- জাহিদ হাসান মুকুল (দৈনিক বজ্রশক্তি), লাল চাঁন বিশ্বাস সুমন (দৈনিক ঘোষণা), বাপ্পীরাম রায় (দৈনিক দেশেরপত্র), মাহমুদুর রহমান রতন (বিডি লাইভ টিভি), জামিরুল ইসলাম সম্রাট (এমটিভি অনলাইন), রাকিবুল ইসলাম পরশ (মানবাধিকার ক্রাইম বার্তা), শামসুর রহমান রিদয় (রংপুর লাইভ), লিটন কুমার সরকার (জিটিভি অনলাইন), রিপন হাসান (স্টাফ রিপোর্টার, এমটিভি; সিবিসি বাংলা)।
উল্লেখ্য বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশন সারাদেশে সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি, আর্থিক প্রণোদনা, সাংবাদিকদের সন্তানদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা, পেশাগত কাজে হয়রানির শিকার হলে সম্মিলিতভাবে আইনগত সহযোগিতা সহ বেশ কিছু কার্যক্রম নিয়ে কাজ করছে।