JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
ঢাকা ফোকাস নিউজ সংগঠন সংবাদ সারাদেশ

বাংলাদেশ সাংবাদিক জোটের গাজীপুর জেলা শাখার আলোচনা সভা

গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক জোট, গাজীপুর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় টঙ্গী সিটি প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক বজ্রশক্তি গাজীপুর জেলা প্রতিনিধি ও জোটের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম খানের সঞ্চালনায় ও দৈনিক নওরোজ এর টঙ্গী প্রতিনিধি ও নির্বাহী সদস্য মোহাম্মদ হানিফ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- দৈনিক সমকালের টঙ্গী থানা প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক জোট গাজীপুর জেলা শাখার সভাপতি আবু সালেহ মুসা বাবু, বিজয় টেলিভিশনের কালিগঞ্জ প্রতিনিধি ও সিনিয়র সহ-সভাপতিমোঃ মনির হোসেন, দৈনিক অন্য দিগন্তের উপসম্পাদিকা ও সহ-সাংগঠনিক সম্পাদক রুখসানা পারভীন রুবি, গ্রামীণ টিভির ভ্রাম্যমান প্রতিনিধি ও দপ্তর সম্পাদক মোঃ রাকিব হোসেন প্রমুখ।

এসময় সকল সাংবাদিকের কন্ঠে সাংবাদিক নির্যাতনের বিষয়টি ফুটে ওঠে। তারা বলেন, নানা নিরাপত্তা ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে বাংলাদেশের সাংবাদিকরা। প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হন। সবসময় পাশে থাকে না প্রতিষ্ঠান সংগঠনগুলো।

গেল কয়েক বছরে তথ্যপ্রযুক্তি আইনে ৫৭ ধারায় সাংবাদিক হয়রানির ঘটনার বিষয়েও আলোচনা হয় সভায়। বক্তারা বলেন- অন্যান্য পেশার মতো রাজনৈতিক কারণে সাংবাদিকরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। সাংবাদিকদের এই দ্বিধাবিভক্তির কারণে সরকারের বিভিন্ন পর্যায়ের চাপ আগে যতটা ছিল, এখন তার থেকে বেশি হবার সুযোগ তৈরি হয়েছে। মূলত রাজনৈতিক কারণেই এটি হচ্ছে। কেউ কেউ হয়তো ব্যক্তিগত সুবিধাও নিয়েছেন।

আলোচনা সভা থেকে সকল সাংবাদিককে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

এসময় আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক শফিকুল ইসলাম দুঃখু, বেলায়েত শেখ, আব্দুল আলী শিকদার, মোছাম্মৎ তাসলিমা আক্তার, মোঃ রবিউল ইসলাম, মোহাম্মদ আব্দুস সালাম, মোসাম্মৎ তানজিলা আক্তার, পলাশ সরকার সহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এই সংক্রান্ত আরও খবর

প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার মৃত্যুতে বাসাজ’র শোক

Shahadat Hossen

মাসে ১০ কোটি করে পদ্মার বকেয়া পরিশোধে রাজি বিমান

Shahadat Hossen

আফগানিস্তানফেরত ফখরুল হাল ধরেন হুজির, ছিল বড় হামলার পরিকল্পনা

Shahadat Hossen

২৩ কেজি ওজনের এক মাছের দাম ৮ লাখ টাকা!

Shahadat Hossen

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

Shahadat Hossen

কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু

Shahadat Hossen

Leave a Comment