JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
ফোকাস নিউজ রংপুর

বাংলাবান্ধা স্থলবন্দরে ‘করোনা’ পরীক্ষায় নেই উন্নত ব্যবস্থা, উৎকন্ঠায় স্থানীয়রা

banglabandha-border

নিজস্ব প্রতিবেদক:
দেশের সর্ব উত্তরের একমাত্র চর্তুদেশীয় বন্দর বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত, নেপাল, ভুটান ফেরৎ যাত্রীদের নোভেল ‘করোনা ভাইরাস’ সনাক্তকরণে মেডিকেল টিম বসানোর পরেও উৎকন্ঠায় বসবাস করছে স্থানীয়রা।

জানা যায়, বন্দরে হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও ভারত, নেপাল ও ভুটান থেকে আসা পাথরবাহী ট্রাক চালকরা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রবেশ করছে বাংলাবান্ধা স্থলবন্দরে। এতে করে আতঙ্ক দেখা দিয়েছে পুরো জেলায়। ট্রাক চালকদের মাধ্যমে যে কোন সময় এই বন্দর দিয়ে প্রবেশ করতে পারে ‘করোনা ভাইরাস’ বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয় হান্নান ও মাসুদ জানান, ভারত, নেপাল ও ভুটান থেকে আসা ট্রাক ড্রাইভাররা পরীক্ষা ছাড়াই দেশে ঢুকে স্থানীয় বিভিন্ন হোটেল ও দোকানে খাবার খেয়ে থাকে। এতে করে সহযেই প্রবেশ করতে পারে ‘করোনা ভাইরাস’। যা স্থানীয় মানুষদের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে ড্রাইভারদেরও পরীক্ষার ব্যবস্থা করা হলে হয়তো আতঙ্ক কাটবে।

সম্প্রতি চীনে নোভেল ‘করোনা ভাইরাস’ মহামারি আকার ধারণ করায় রোগ প্রতিরোধে বাংলাদেশের প্রতিটি ইমিগ্রেশনের মত বাংলাবান্ধায় বসানো হয়েছে মেডিকেল টিম। তবে বাংলাবান্ধা স্থলবন্দরে নোভেল ‘করোনা ভাইরাস’ বা স্বাস্থ্য পরীক্ষার জন্য উন্নত মানের যন্ত্রপাতি না থাকায় শুধু হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে প্রাথমিকভাবে পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে।

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) জেলা স্বাস্থ্য বিভাগ বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের একটি কক্ষে মেডিকেল টিমের এ কার্যক্রম চালু করে। ১১ দিন দুইটি থার্মোমিটার দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও গত ৭ ফেব্রুয়ারি থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে মিনি থামার্ল ষ্ক্যানার দিয়ে চলছে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম।

মেডিক্যাল ক্যাম্পের স্বাস্থ্য সহকারী পরির্দশক আজিজার রহমান জানান, আমরা সকল পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করি। কারোর মধ্যে জ্বর বা সর্দি কিছু দেখলে আমরা তাৎক্ষনিক রেফার্ড করবো পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। তবে এখন পর্যন্ত কোন রোগী সনাক্ত হয়নি।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোষ্টের দায়িত্বরত ভারপ্রাপ্ত পরিদর্শক আলতাফ হোসেন জানান, প্রতিদিন পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পর আমরা তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করছি। তবে ভারত থেকে ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে কিনা তা জানিনা। ট্রাক চালকরা স্থলবন্দর থেকে কারপাস নিয়ে যাতায়াত করছে। বিষয়টি বন্দর কর্তৃপক্ষের ও স্বাস্থ্য বিভাগের।

এদিকে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েসনের সভাপাতি মেহেদী হাসান খান বাবলা জানান, এটা বন্দর কর্তৃপক্ষের বিষয়। কর্তৃপক্ষ চালকদের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিলে আমরাও তাদের সহযোগিতা করব।

পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান জানান, বাংলাবান্ধা স্থলবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য থার্মাল স্ক্যানার দেয়া হয়েছ। আমরা শুধু জ্বরের রোগী দেখছি। তবে ভারত, নেপাল ও ভুটান থেকে আসা পাথরবাহী ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে কিনা সেই বিষয়টি ইমিগ্রেশন পুলিশের দ্বায়িত্ব।

এই সংক্রান্ত আরও খবর

প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার মৃত্যুতে বাসাজ’র শোক

Shahadat Hossen

মাসে ১০ কোটি করে পদ্মার বকেয়া পরিশোধে রাজি বিমান

Shahadat Hossen

আফগানিস্তানফেরত ফখরুল হাল ধরেন হুজির, ছিল বড় হামলার পরিকল্পনা

Shahadat Hossen

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

Shahadat Hossen

কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু

Shahadat Hossen

মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

Shahadat Hossen