JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
জাতীয় ঢাকা সারাদেশ

বাসাজ’র কিশোরগঞ্জ জেলা শাখার কার্যকরী কমিটি গঠন

ওবায়েদ সভাপতি ও ডা. আব্দুর রব সাধারণ সম্পাদক

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ:
বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশনের ১৯ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ জেলা শাখা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে দৈনিক সময়ের কন্ঠস্বর এর জেলা প্রতিনিধি এ এম ওবায়েদকে সভাপতি ও দৈনিক দেশেরপত্র’র স্টাফ রিপোর্টার ডা. আব্দুর রবকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়।

কার্যকরী কমিটির নব-নিযুক্ত অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুকুট রঞ্জন দাস (দৈনিক আমার সংবাদ), সহ-সভাপতি দেলোয়ার হোসেন রিপন (দৈনিক বাংলা বার্তা), যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম (দৈনিক দেশেরপত্র) ও শেখ জাবেদ (এম টিভি), মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার (দৈনিক শতাব্দীর কন্ঠ), অর্থ সম্পাদক আতিকুর রহমান (মানবাধিকার টিভি), সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ কবির রাব্বি (নিউজ এশিয়া), সহ-সাগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন (দৈনিক বাংলা সময়), দপ্তর সম্পাদক আরিফুর রহমান (বাংলাদেশেরপত্র.কম), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, রায়হান সরকার (জেটিভি নিউজ), প্রচার সম্পাদক মুখরামিন খাঁন (দৈনিক সত্যের সংগ্রাম ),সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নাজমুল হক (ডি নিউজ), নির্বাহী সদস্য মোঃ আজিজুল হক (দৈনিক বজ্রশক্তি), রাকিব মিয়া (সাপ্তাহিক শুরু), জয়নাল উদ্দিন (কিশোরগঞ্জ সংবাদ), শফিকুল ইসলাম (সাপ্তাহীক মোমেনশাহী), কার্যকরী সদস্য জোবায়ের হোসেন খাঁন (দৈনিক দৈনিক, সত্যের সংগ্রাম)।

উল্লেখ্য বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশন (বাসাজ) সারাদেশে সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন, সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি, আর্থিক প্রণোদনা, সাংবাদিকদের সন্তানদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থাকরণ, পেশাগত কাজে হয়রানির শিকার হলে সম্মিলিতভাবে আইনগত সহযোগিতাসহ বেশ কিছু কার্যক্রম নিয়ে কাজ করছে।

ফাউন্ডেশনটির ওয়েবসাইট (http://journalistalliance-jafb.com/org/) থেকে জানা যায়, বাংরাদেশ সাংবাদিক জোট (জার্নালিস্ট এলায়েন্স ফাউন্ডেশন অব বাংলাদেশ) সাংবাদিকদের কল্যাণে প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন। ২০১৮ সালে এটি কার্যক্রম শুরু করে এবং ২০২০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। যার রেজিস্ট্রেশন নং : এস-১৩৩১৪/২০২০।

জানা যায়, বাংলাদেশ সাংবাদিক জোট -এ সাংবাদিক, সাহিত্যিক, প্রাবন্ধিক, নিবন্ধকারগণ ফাউন্ডেশনটির সদস্য হওয়ার সুযোগ আছে। তাঁদের গুণগত মানোন্নয়ন, অর্থনৈতিক সৃমদ্ধি, আবাসন সংকট নিরসন, বৃদ্ধ বয়সে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণ, হাসপাতাল প্রতিষ্ঠা করে বিনা খরচে বা ক্ষেত্রভেদে স্বল্প খরচে সুচিকিৎসা প্রদান, দুর্ঘটনায় আর্থিক সহায়তা প্রদানসহ সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণের লক্ষে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক বেসরকারি জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা।

এই সংক্রান্ত আরও খবর

প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার মৃত্যুতে বাসাজ’র শোক

Shahadat Hossen

মাসে ১০ কোটি করে পদ্মার বকেয়া পরিশোধে রাজি বিমান

Shahadat Hossen

আফগানিস্তানফেরত ফখরুল হাল ধরেন হুজির, ছিল বড় হামলার পরিকল্পনা

Shahadat Hossen

হেযবুত তওহীদের নারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল

Shahadat Hossen

২৩ কেজি ওজনের এক মাছের দাম ৮ লাখ টাকা!

Shahadat Hossen

নোয়াখালীতে শীতার্তদের ব্যতিক্রমী উপহার ও শীতবস্ত্র বিতরণ

Shahadat Hossen

Leave a Comment