নিজস্ব প্রতিবেদক:
বাসাজ সম্মাননা ২০১৯ এর প্রাপ্ত প্রতিবেদনসমূহ বিচারকমণ্ডলীর প্রধান জিটিভির এডিটর-ইন-চিফ সৈয়দ ইশতিয়াক রেজার নিকট হস্তান্তর করা হয়েছে।
শনিবার সৈয়দ ইশতিয়াক রেজার জিটিভির কার্যালয়ে তার নিকট প্রতিবেদন সমূহ হস্তান্তর করেন বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা।
উল্লেখ্য গত ১১ জানুয়ারি সোমবার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে প্রতিবেদন সমূহ হস্তান্তর উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসুস্থতার কারণে বিচারকমণ্ডলীর প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা উপস্থিত থাকতে পারেন নি।