JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
বিজ্ঞান ও প্রযুক্তি

ব্যবহারকারীর ঘুমের সময় জানাবে টিকটক

বিশ্বের অন্যতম জনপ্রিয় শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটক। শর্ট ভিডিও তৈরি করে শেয়ার করা যায়, এমনকি এখান থেকে মাসে লাখ লাখ টাকা আয়ও করা যায়। বিশ্বের অনেক দেশেই নিষিদ্ধ এই চীনা অ্যাপ। তারপরও কমেনি এর জনপ্রিয়তা। সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ মজেছে টিকটকে।

প্রযুক্তি বাজারে যত সাইট আছে তাদের মধ্যে শীর্ষ স্থান প্রথম থেকেই ধরে আছে সাইটটি। বর্তমানে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি। আট থেকে আশি সব বয়সী ব্যবহারকারী আছে এই অ্যাপটির। অনেকে আয়ও করছেন এখান থেকে।

তবে রাত জ্জেগে অনেকেই টিকটক ব্যবহার করেন। নিজের ভিডিওর ভিউ কমেন্ট চেক করেন গভীর রাত পর্যন্ত। বিশেষ করে কিশোর-কিশোরী যারা টিকটক ব্যবহার করছেন তাদের সমস্যা সবচেয়ে বেশি। একবার টিকটক অ্যাকাউন্টে ঢুকলে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় চোখের পলকে। ফলে ঘুমাতে দেরি এবং সকালে উঠতেও দেরি হয়ে যায়।

এবার থেকে ব্যবহারকারীর ঘুমের দিকে নজর রাখবে টিকটক নিজেই। চীনা কোম্পানির এই সোশ্যাল মিডিয়া অ্যাপে যুক্ত হচ্ছে ‘স্লিপ রিমাইন্ডার’ নামে একটি সুবিধা। যা নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে শর্ট ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

নতুন এই ফিচার ব্যবহারে ব্যবহারকারীকে ঘুমানোর সময় জানানোর পাশাপাশি ঘুমের পুরোটা সময় নোটিফিকেশন বন্ধ রাখবে টিকটক। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করেছে টিকটক।

ফিচারটি চালু হলে টিকটক অ্যাপের সেটিংসে ‘স্ক্রিন টাইম’ অপশনে এটি পাওয়া যাবে। সেখান থেকে ব্যবহারকারীরা ‘স্লিপ রিমাইন্ডার’ অপশনে গিয়ে নিজেদের ঘুমানোর সময় সেট করতে পারবেন। সেই নির্দিষ্ট মুহূর্তে টিকটক ব্যবহারকারীকে ঘুমানোর সময় জানাতে নোটিফিকেশন পাঠাবে। এছাড়া ঘুমানোর সময় পরবর্তী সাত ঘণ্টা টিকটকের নোটিফিকেশনও বন্ধ রাখবে প্ল্যাটফর্মটি। যেম নোটিফিকেশনের টুং টাং আওয়াজে ব্যবহারকারীর ঘুমে ব্যাঘাত না ঘটে।

সূত্র: টেকক্রাঞ্চ

এই সংক্রান্ত আরও খবর

এই পাঁচ প্রতিষ্ঠান কিনে আরও বেশি লাভবান গুগল

Shahadat Hossen

ক্রোম ব্রাউজার নিয়ে গুগলের নতুন ঘোষণা

Shahadat Hossen

গ্রহাণুর আঘাতে ডাইনোসর মারা গেলেও অন্য প্রাণীরা বাঁচলো কিভাবে?

Shahadat Hossen

৫ মিনিটে তিন লাখ স্মার্টফোন বিক্রি

Shahadat Hossen

প্রতিদিন গড়ে ১০ হাজার গাড়ি বিক্রি, রেকর্ড ২০২২ সালে

Shahadat Hossen

নতুন বছরে হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

Shahadat Hossen

Leave a Comment