JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
বিনোদন

ভালোবাসা দিবসে আসছে ‘নোনা জলের ভালোবাসা’

বজ্রশক্তি ডেস্ক:
ভালোবাসা দিবস উপলক্ষে ছোট পর্দার বিশেষ আয়োজনগুলো হয়ে বেশ চোখে পড়ার মতো। বিশেষ করে এই দিবসে প্রচুর নাটক নির্মাণ করা হয়। আর সেই সব নাটকে আধিক্য পায় ভালোবাসার গল্প। তেমনই এক ভালোবাসার গল্পের নাটকে অভিনয় করেছেন সজল ও সারিকা।

‘নোনা জলের ভালোবাসা’ শিরোনামের নাটকটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির। ফ্রেশ সয়াবিন ওয়েল নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। এরই মধ্যে নাটকটির একটি প্রমো প্রকাশ করা হয়েছে। এখানে নানা রুপে দেখা যাচ্ছে সজলকে। কখনো সারিকাকে নিয়ে ভালোবাসার রাজ্যে হারিয়েছিন তিনি।

কখনো ধমক দিচ্ছেন। একসময় দেখা যায় হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি। মাথার চুল উঠে গেছে। বোঝাই যাচ্ছে কঠিন কোনো রোগে ভুগছেন তিনি।

নিজের অসুখের খবর জেনেই কি ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ ব্যাবহার করতেন তিনি, নাকি অন্য কোনো কারণ! এসব জানা যাবে নাটকটি দেখলেই। সজল-সারিকা ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, ইন্তেখাব দিনার প্রমুুখ। আগামী ১৪ ফেব্রুয়ারি রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।

এই সংক্রান্ত আরও খবর

রাকুল প্রীত এবার যৌনশিক্ষক!

Shahadat Hossen

দিশার জীবনে নতুন প্রেম!

Shahadat Hossen

চঞ্চলের নায়িকা এবার ‘মৌ বৌদি’

Shahadat Hossen

সব সময় চুপচাপ থাকতে পছন্দ করেন তুষি

Shahadat Hossen

একসঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরলেন কিয়ারা-সিদ্ধার্থ (ভিডিও)

Shahadat Hossen

বয়ফ্রেন্ডের সাথে তামান্না ভাটিয়ার একান্ত ভিডিও ফাঁস

Shahadat Hossen