JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
বিজ্ঞান ও প্রযুক্তি

‘ভুলে’ নোটপ্যাডের নতুন ফিচার ফাঁস করলেন মাইক্রোসফট কর্মী

সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১–এ নোটপ্যাডে ব্যাপক পরিবর্তন এনেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এই অ্যাপের উন্নয়নের কাজ এখনো চলমান। এর মধ্যে অ্যাপটির একটি নতুন ফিচার ফাঁস হয়েছে। প্রতিষ্ঠানটির এক কর্মী ‘ভুল করে’ টুইট করে ফেলেছেন।

ওই কর্মীর টুইটার হ্যান্ডলে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, উইন্ডোজ ১১–এর নোটপ্যাডে আসছে ‘ট্যাব’ সুবিধা। ওই কর্মী মাইক্রোসফটের একজন জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।

দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, বেশ উৎসাহের সঙ্গে একটি ‘লাউডস্পিকার’ ইমোজিসহ নোটপ্যাডের নতুন সংস্করণের ছবি পোস্ট করে টুইট করেন ওই কর্মী। টুইটে লিখেছিলেন, ‘উইন্ডোজ ১১–এর নোটপ্যাডে এখন ট্যাব রয়েছে!’

টুইটটি কয়েক মিনিট পরেই ডিলিট করে দেন তিনি। তবে এরই মধ্যে ‘উইন্ডোজ সেন্ট্রাল’সহ বেশ কিছু কৌতূহলী টুইটার অ্যাকাউন্ট অনলাইনে এই তথ্য প্রকাশ করে। নোটপ্যাডের ওই স্ক্রিনশটে মাইক্রোসফটের অভ্যন্তরীণ সতর্কবার্তাও দেখা যাচ্ছে। সতর্কবার্তায় লেখা, ‘এটা গোপনীয়। কারও সঙ্গে ফিচারগুলো সম্পর্কে আলাপ করবেন না ও এর স্ক্রিনশট নেবেন না।’ সতর্কবার্তা থেকে ইঙ্গিত পাওয়া গেছে, ফিচারটি এখনো মাইক্রোসফটের পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

নোটপ্যাডে ফিচারটি চালু হলে ফাইল এক্সপ্লোরারের পর ‘ট্যাব ইন্টারফেস’ থাকা প্রথম ‘বিল্ট-ইন’ অ্যাপ হবে এটি। চলতি বছরের শুরুতে ফাইল এক্সপ্লোরারে এই ফিচার যোগ করে মাইক্রোসফট। চার বছর আগে ‘সেটস’ নামের এক ফিচারের মাধ্যমে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সব অ্যাপে ‘ট্যাব’ সুবিধা পরীক্ষা করেছিল মাইক্রোসফট। অ্যাপগুলোর মধ্যে নোটপ্যাড ও ফাইল এক্সপ্লোরারও ছিল। তবে মাইক্রোসফট এই প্রকল্প বাতিল করায় উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা সুবিধাটি পাননি।

এই সংক্রান্ত আরও খবর

এই পাঁচ প্রতিষ্ঠান কিনে আরও বেশি লাভবান গুগল

Shahadat Hossen

ক্রোম ব্রাউজার নিয়ে গুগলের নতুন ঘোষণা

Shahadat Hossen

ব্যবহারকারীর ঘুমের সময় জানাবে টিকটক

Shahadat Hossen

গ্রহাণুর আঘাতে ডাইনোসর মারা গেলেও অন্য প্রাণীরা বাঁচলো কিভাবে?

Shahadat Hossen

৫ মিনিটে তিন লাখ স্মার্টফোন বিক্রি

Shahadat Hossen

প্রতিদিন গড়ে ১০ হাজার গাড়ি বিক্রি, রেকর্ড ২০২২ সালে

Shahadat Hossen

Leave a Comment