নিউজ ডেস্ক:
রাজশাহীর মোহনপুর উপজেলায় মোক্তার আলী (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে মৌগাছি ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
মোক্তার আলী চাঁদপুর গ্রামের জয়নালের ছেলে। সে উপজেলার বসন্ত কেদার হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
মোহনপুর থানা ওসি মোস্তাক আহম্মেদ জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ীর বাইরে যায় মোক্তার। এরপর তার বাবা ছেলেকে না দেখে তার মোবাইলে ফোন দেন। মোবাইল বন্ধ দেখে রাতেই খোঁজাখুজি শুরু করেন। এরপর রাত ১১টার দিকে বাড়ির পাশে বাঁশ ঝাড়ে রক্তাক্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।
ওসি জানান, লাশের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।