ময়মনসিংহ প্রতিনিধি:
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ সরকারি মাধ্যমিকে বিরাজমান সমস্যাবলীর সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিস) ময়মনসিংহ অঞ্চল কর্তৃক এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবিনামা সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকরিপিতে স্বাক্ষর ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বাসমাশিস ময়মনসিংহ অঞ্চলের সভাপতি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার। সংহতি ও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন মনিরা সুলতানা মনি এমপি।
এ সময়ে বক্তব্য রাখেন- বাসমাশিস ময়মনসিংহ অঞ্চলের নেতা একেএম আব্দুর রাজ্জাক,কেন্দ্রিয় সদস্য আনোয়ার কাদের,আহসান হাবীব খান,কেন্দ্রিয় সহ-সম্পাদক মোঃ মোবারক মোর্শেদ মিল্কী,সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ অঞ্চল এর সাধারণ সম্পাদক মাসরুরুল হক, যুগ্ন সম্পাদক হাসিম উদ্দিন, বদরুল আলম, প্রচার সম্পাদক আবু তারেক, সুজিত সরকার, মাহমুদ হাসান, খায়রুল ইসলাম, যুগ্ন সম্পাদক মাহফুজুল হক, ভালুকা সরকারি বালিকা ইচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসরাম চৌধুরী, চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সাহাসহ প্রমূখ নেতৃবৃন্দ।