JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
স্বাস্থ্য

যে ৭ কারণে আদা খাবেন

স্বাস্থ্য ডেস্ক:
গলা খুসখুসে ভাব দূর করতে ঝটপট এক টুকরো আদা মুখে পুরে নিলেই হলো! শুধু কি তাই? আদার রয়েছে আরও অনেক গুণ। জেনে নিন আদা খাওয়ার ৭ উপকারিতা সম্পর্কে।

১। বুক জ্বালাপোড়া করা, হজমের সমস্যা ও অ্যাসিডিটি দূর করতে পারে আদা।
২। মধু কিংবা চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন আদা। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান বিভিন্ন রোগ থেকে দূরে রাখবে আপনাকে। পাশাপাশি শক্তিশালী হবে রোগ প্রতিরোধ ক্ষমতা।
৩। পেশী ভালো রাখতে পারে আদা। এ ছাড়া পেশীর ব্যথা কমাতেও কার্যকর এই ভেষজ।
৪। আদায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
৫। গলা খুসখুস ভাব ও বমি ভাব কমাতে পারে আদা।
৬। রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে আদা।
৭। কাঁচা আদা চিবিয়ে খেলে বেশ কিছু ক্যানসারের ঝুঁকি কমে।

তথ্য: হেলথলাইন

এই সংক্রান্ত আরও খবর

শীতে মুখের ঘা, ক্ষত সারানোর পদ্ধতি যেনে নিন

Shahadat Hossen

শীতে খুশকি তাড়ানোর উপায়

Shahadat Hossen

এই সময়ে করোনাভাইরাসের যত উপসর্গ

Shahadat Hossen

পিঠে ব্রণ হলে কী করবেন?

Shahadat Hossen

শীতে ব্যথামুক্ত থাকতে করণীয়

Shahadat Hossen

সচেতনতার অভাব থেকেই জটিল রোগের সূত্রপাত

Shahadat Hossen

Leave a Comment