JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
জাতীয় ফোকাস নিউজ

রাজধানীতে বাসায় ঢুকে দুই কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৩

Gang Rape

বজ্রশক্তি ডেস্ক:
রাজধানীর কদমতলী এলাকার একটি বাসায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে দুই কিশোরী। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে কদমতলী থানার এসআই পঙ্কজ এই তথ্য জানান। ধর্ষণের শিকার দুই কিশোরীর বয়স ১৫ ও ১৩ বছর।

দুই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে পুলিশ।

এসআই জানান, গত শনিবার সন্ধ্যায় ১৫ বছরের ওই কিশোরীকে তার বাবা-মা বাসায় রেখে বাইরে যান। তার সঙ্গে ছিল ১৩ বছরের আরেক কিশোরী। রাত ১০টার দিকে তিন লোক ওই বাসায় ঢুকে হাত-পা বেঁধে দুই কিশোরীকে ভোর ৫টা পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণ করে।

গত রোববার সকালে বিষয়টি কিশোরীরা তাদের স্বজনদের জানায়। এরপর তারা মামলা করে। এই ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো, রানা ব্যাপারী, সোহেল ব্যাপারী ও আক্তার আলী। তারা সবাই কদমতলী এলাকার বাসিন্দা।

কদমতলী থানার পরিদর্শক মাহবুব আলম জানান, কিশোরী দু’জন বান্ধবী। তাদের দু’জনকে বাসায় রেখে বাবা-মা বাইরে গিয়েছিলেন। ওই সময় তারা ধর্ষণের শিকার হয়। অভিযোগ পেয়ে তিন জনকেই গ্রেফতার করেছি।

তাদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। তারা এ ঘটনায় জড়িত ছিল। এখনও আর কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

এই সংক্রান্ত আরও খবর

প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার মৃত্যুতে বাসাজ’র শোক

Shahadat Hossen

মাসে ১০ কোটি করে পদ্মার বকেয়া পরিশোধে রাজি বিমান

Shahadat Hossen

আফগানিস্তানফেরত ফখরুল হাল ধরেন হুজির, ছিল বড় হামলার পরিকল্পনা

Shahadat Hossen

হেযবুত তওহীদের নারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল

Shahadat Hossen

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

Shahadat Hossen

কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু

Shahadat Hossen