নিজস্ব প্রতিবদেক:
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশন (জার্নালিস্ট অ্যালায়েন্স ফাউন্ডেশন অব বাংলাদেশ) এর নেতারা। শনিবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা, আইন বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক আমান উল্লাহ, সদস্য আলী হোসেনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির সদস্যবৃন্দ।