JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
আন্তর্জাতিক

সমঝোতার পর আটক ১০ ভারতীয় সেনাকে মুক্তি দিলো চীন

নিউজ ডেস্ক:
ভারতীয় ১০ সেনাকে ফিরিয়ে দিয়েছে চীনের সেনাবাহিনী। দু’দেশের উচ্চ-পর্যায়ের মধ্যে কঠোর সমঝোতার পর ভারতীয় সেনা সদস্যরা মুক্তি পেয়েছে। এদের মধ্যে দু’জন সেনা অফিসারও রয়েছেন। গত সোমবার (১৫ জুন) রাতে গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘর্ষের সময় তাদের চীনা ‘ড্রাগন’ বাহিনী আটক করেছিল।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দেশটির সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) চীনা হেফাজত থেকে ওই ১০ ভারতীয় সেনাকে ফিরিয়ে দেওয়া হয় বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) থেকে বৃহস্পতিবার পর্যন্ত পর পর তিন দফায় ভারত ও চীনের মেজর জেনারেল পর্যায় কঠোর সমঝোতার পর ওই ১০ ভারতীয় সেনা মুক্তি পায়।

ভারতীয় এক সেনা কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, নিয়ম অনুযায়ী মুক্তি পাওয়ার পর ভারতীয় সেনাদের মেডিক্যাল টেস্ট করা হয়েছে এবং তাদের কাছ থেকে প্রাথমিকভাবে ঘটনার সংক্ষিপ্ত বিবরণী নেওয়া হয়েছে।

১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের পর এবারই প্রথম ভারতীয় সেনাদের বন্দি করেতে পেরেছে চীনা সেনাবাহিনী।

এদিকে ভারতীয় সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘর্ষে তাদের কোনো সেনা সদস্য নিখোঁজ হয়নি। তবে চীনের হেফাজতে থাকা ১০ সেনা সদস্যের ব্যাপারে কিছু জানায়নি তারা।

লাদাখে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষের সময় ভারতের কর্নেল পদমর্যাদার একজনসহ ২০ সেনা নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছিল আরও ৭৬ জন। তারা প্রত্যেকেই দেশটির সেনাবাহিনীর সদস্য। আহতদের মধ্যে ১৮ জন লেহের হাসপাতাল এবং বাকি ৫৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এই সংক্রান্ত আরও খবর

মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

Shahadat Hossen

যুদ্ধে যেতে অস্বীকৃতি, রুশ সেনার ৫ বছরের জেল

Shahadat Hossen

পশ্চিমাদের কারণেই ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে : রাশিয়া

Shahadat Hossen

সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪০

Shahadat Hossen

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ৫

Shahadat Hossen

দাউদ ইব্রাহিম : কনস্টেবলের ছেলে যেভাবে আন্ডারওয়ার্ল্ড ডন হলেন

Shahadat Hossen

Leave a Comment