সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে বিকেল ৪ টার পরে দোকান খোলা রাখায় মঙ্গলবার বিকেলে সালথা উপজেলা সদর বাজার, ফুকরা বাজার, মোন্তার মোড় ও ফুলবাড়িয়া বাজারে মোট ১১ টি দোকানদারকে দণ্ডবিধি, ১৮৬০ মতে মোট ৯ হাজার টাকা এবং মাস্ক পরিধান না করায় ৬ জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর মতে মোট ২৭০০ টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
এছাড়াও নিজস্ব জমি থেকে বালু উত্তোলন করায় পাশ্ববর্তী জমি ভাঙ্গনের অভিযোগে বিকাল সাড়ে ৫ টায় সালথার বল্লভদী ইউনিয়নের আলমপুর গ্রামে একজনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮৯ ধারা মতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। এ সময় ব্যবহৃত পাইপ কেটে বিনষ্ট করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ হাসিব সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের পেশকার মোঃ রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার সাংবাদিকদের বলেন, উপজেলার সকল বাজারের দোকান বিকাল ৪ টার মধ্যে বন্ধ করার সরকারি নির্দেশনা রয়েছে। কেও বাড়ির বাইরে গেলে অবশ্যই তাকে মাস্ক ব্যাবহার করতে হবে। করোনা ভাইরাস নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।