সুন্দরগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা ইউনিট সভাপতি মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মাহমুদ হোসেন মন্ডল,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। এরআগে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।