বাপ্পী রাম রায়, সুন্দরগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে মুজিব শতবর্ষের ক্ষণ গণনাযন্ত্র ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ইউনিয়ন ছাত্রসমাজের সভাপতিসহ এখন পযর্ন্ত তিনজনকে গ্রেফতার করা হলো।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মধ্য বেলকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শান্তিরাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুব সংহতির সভাপতি আবু বক্কর (২৩) এবং পল্লীবন্ধু পরিষদের জেলা আহ্বায়ক রাজ্জাক (২৫)। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান।
উল্লেখ্য বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা চত্বরে মুজিব বর্ষের ক্ষণগণনার যন্ত্র ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে জাতীয় পার্টির ১০ জন নামীয় ও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।