সদর প্রতিনিধি, গাইবান্ধা:
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির গাইবান্ধা সদর উপজেলা শাখার কমিটি গত শনিবার গঠন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী মোখলেছুর রহমান।
সভা শেষে ৪২ জন প্রধান শিক্ষকের ভোট প্রদানের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন কিশামত মালিবাড়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম।
এছাড়া সাধারণ সম্পাদক পদে চকচকা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক পদে রিফাইতপুর ঈদগাহ মাঠ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক শোয়েব আকতার, কোষাধ্যক্ষ পদে খোলাহাটি ফারাজি পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. এরশাদ আলী, দপ্তর সম্পাদক পদে মহিতুল্ল্যা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. মোস্তফা মিয়া, প্রচার সম্পাদক মো. শাহ আলমসহ ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।