হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের ঐতিহ্যবাহী তাবিরসাহ মাঠ প্রাঙ্গণে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি হোসাইন আহমেদ রেজা।
ইউপি সদস্য জাবেদ হাসান রজবের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম মোতাছির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, হবিগঞ্জ জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনু, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শহিদ মিয়া।
খেলায় বিভিন্ন জেলা হইতে আগত মোট ২০ টি ঘোড়া অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে বিজয়ী হয় তিনটি ঘোড়া।
বিজয়ীরা হলো- প্রথম হয় বঙ্গবীর ঘোড়া (নবীগঞ্জ), দ্বিতীয় অগ্রদূত ঘোড়া (নবীগঞ্জ) এবং তৃতীয় হয় মনিরাজ ঘোড়া (চুনারুঘাট)। পরে বিজয়ী ঘোড়াদের পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা মো. আব্দুর রহিম। সার্বিক সহযোগিতা করেছেন কালাম সোহেল, আব্দুল কাদির ও এলাকাবাসী।