হারাগাছ প্রতিনিধি:
হারাগাছ মেট্রোপলিটন থানা এলাকার কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে হারাগাছ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে মো. আয়নাল হককে সভাপতি, মাসুদ পারভেজকে সাধারণ সম্পাদক, মেহেদী হাসান সুমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় হারাগাছের সারাই আম বাগানে ক্লাবে এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোতাব্বেল হোসেন টিটো।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মঞ্জুরুল ইসলাম বুলেটকে সিনিয়র সহ- সভাপতি, রমজান আলীকে সহ-সভাপতি, মওদুদ ডালিমকে সহ সাধারণ সম্পাদক, আব্দুল কুদ্দুস বসনিয়াকে কোষাধ্যক্ষ, লাবনী ইয়াসমিনকে সাংস্কৃতিক সম্পাদক, একরামুল হককে প্রচার সম্পাদক, নুর মোহাম্মদকে দপ্তর সম্পাদক।