JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
বিনোদন

হয়ে গেল শাওন-টয়ার বিয়ে

রঙ্গমঞ্চ ডেস্ক:
ছোট পর্দার অভিনেতা শাওনকে বিয়ে করলেন দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়া। শনিবার সন্ধ্যায় ধানমন্ডির একটি রেস্টুরেন্টে ঘরোয়া আয়োজনে তারা দুইয়ে মিলে এক হয়েছেন। আর জানুয়ারি ২৮ তারিখ শাওনের জন্মদিনে হয় বাগদান। বিষয়টি টয়া নিজেই সংবাদমাধ্যমকে অবগত করেন। শাওন-টয়া লিপ ইয়ারকে স্মরণীয় করে রাখতেই আজকের (২৯ ফেব্রুয়ারি) দিনটি বেছে নিয়েছেন তারা।
গত বছর কোরবানি ঈদে একটি টেলিফিল্মে কাজ করতে গিয়ে দু’জনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। প্রেম থেকেই বিয়ে।
এ প্রসঙ্গে টয়া বলেন, বন্ধুত্ব থেকে প্রেম হওয়ার পরই আমরা পরিবারকে জানাই। এরপর দুই পরিবারের সিদ্ধান্তে শুভ কাজটি সম্পন্ন হলো। শাওন বলেন, আজ দুপুরেই আমাদের বিয়ে হলো। তবে এখন আমরা যার যার বাসায় থাকছি। বিয়ের পরই আমরা প্রেমটা চালিয়ে যেতে চাই। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন। চলতি বছরের ডিসেম্বরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে টয়া জানিয়েছেন।

এই সংক্রান্ত আরও খবর

রাকুল প্রীত এবার যৌনশিক্ষক!

Shahadat Hossen

দিশার জীবনে নতুন প্রেম!

Shahadat Hossen

চঞ্চলের নায়িকা এবার ‘মৌ বৌদি’

Shahadat Hossen

সব সময় চুপচাপ থাকতে পছন্দ করেন তুষি

Shahadat Hossen

একসঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরলেন কিয়ারা-সিদ্ধার্থ (ভিডিও)

Shahadat Hossen

বয়ফ্রেন্ডের সাথে তামান্না ভাটিয়ার একান্ত ভিডিও ফাঁস

Shahadat Hossen