JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
চট্টগ্রাম

কচুয়ায় সুবিধাবঞ্চিতদের উন্নয়নে মুক্তি কর্মসূচির অবহিতকরণ সভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, চাঁদপুর:
চাঁদপুরের কচুয়ায় সুবিধা বঞ্চিত মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কচুয়া উপজেলার বুরগী গ্রামে মুক্তি কর্মসূচির সংস্থা কার্যালয়ের সম্মুখে এ অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।

মুক্তি কর্মসূচির রুপ-রেখা তুলে ধরে বক্তব্য রাখেন- মুক্তি কর্মসূচির আহবায়ক অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট শিল্পপতি কামাল উদ্দিন, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাই মুন্সি ও বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন মজুমদার।

এছাড়াও বক্তব্য রাখেন- ড. মনসুরউদ্দীন মহীলা কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা প্রধান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাঈদ মোর্শেদ পলাশ, আইনগিরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডাঃ আব্দুল কাদের, যুবলীগ নেতা মীর নাছির উদ্দীন, মোস্তাফিজুর রহমান জামশেদ, শিক্ষক রুহুল আমিন, সমাজ কর্মী ইসহাক খন্দকার, রবিউল হাসান ও জোবায়ের বিন হিমেল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মোঃ তাজুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন- শিক্ষক জামাল হোসেন। সভার আয়োজন করেন, বন্ধন রক্তদান কর্মসূচি, পালগিরী স্টুডেন্ট ক্লাব, আইনগিরী সমাজ কল্যান ফাউন্ডেশন, নূরপুর সমাজ কল্যান ফাউন্ডেশন ও প্রফেসর সৈয়দা নুরুন্নাহার নিশু স্মৃতিঘর ট্রাস্ট।

উল্লেখ্য যে, সভা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দসহ উপস্থিতি প্রায় ১ হাজার অসহায় লোকজনদের মাঝে একসাথে একই রকমের দুপুরের খাবার পরিবেশন করা হয়।

এই সংক্রান্ত আরও খবর

রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে ৩ জনের মৃত্যু

Shahadat Hossen

বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, গ্রেপ্তার ৪

Shahadat Hossen

গাইবান্ধা ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

Shahadat Hossen

চট্টগ্রাম, কক্সবাজার ও কুষ্টিয়া ‘গোলাগুলিতে’ নিহত ৪

Shahadat Hossen

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

Shahadat Hossen

ব্রাহ্মণবাড়িয়ায় এএসআই হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Shahadat Hossen