JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
জাতীয় ঢাকা ফোকাস নিউজ সারাদেশ

কিশোরগঞ্জের হাওরে নৌকাডুবি: নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:
কিশোরগঞ্জের হাওরের ইটনায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু ও নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধনু নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল।

এরআগে রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত তিনজন হলো- উপজেলার মাগুরী গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামণি (৫), মো. মোখলেছ মিয়ার স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রামের নৌকার মাঝি হাসান আলী (৭০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার মাগুরী গ্রামের হাসান আলী একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে একই উপজেলার কুর্শি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে রোববার সন্ধ্যায় ফেরার পথে বাড়ির কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়।

খবর পেয়ে আশপাশের লোকজন এসে নৌকার ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় তিনজন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংক্রান্ত আরও খবর

প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার মৃত্যুতে বাসাজ’র শোক

Shahadat Hossen

মাসে ১০ কোটি করে পদ্মার বকেয়া পরিশোধে রাজি বিমান

Shahadat Hossen

আফগানিস্তানফেরত ফখরুল হাল ধরেন হুজির, ছিল বড় হামলার পরিকল্পনা

Shahadat Hossen

হেযবুত তওহীদের নারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল

Shahadat Hossen

২৩ কেজি ওজনের এক মাছের দাম ৮ লাখ টাকা!

Shahadat Hossen

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

Shahadat Hossen

Leave a Comment