JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
খুলনা জাতীয় ফোকাস নিউজ সংগঠন সংবাদ সারাদেশ

যশোরে সাংবাদিকদের সাথে বাংলাদেশ সাংবাদিক জোটের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
যশোরে সর্বস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে সাংবাদিকদের কল্যানে কাজ করে যাওয়া সংগঠন বাংলাদেশ সাংবাদিক জোট। শুক্রবার সকালে যশোর সদরে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক জোটের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সাপ্তাহিক বাংলালোক পত্রিকার সম্পাদক গোলাম সরোয়ার, বজ্রশক্তি পত্রিকার সহ-সম্পাদক মো. সাইফুর রহমান।

প্রধান অতিথি মশিউর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের স্বার্থে কাজ করে যাওয়া বাংলাদেশ সাংবাদিক জোটের কর্মকান্ড ও পরিকল্পনা ও সুবিধা তুলে ধরেন।

উল্লেখিত সুবিধা গুলো হলো- সদস্যদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সদস্যদের সল্প খরচে কিংবা বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা, সাংবাদিক সন্তানদের জন্য সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ফুল ফ্রি কিংবা অর্ধেক খরচে অধ্যায়নের ব্যবস্থা করা ও মেধাবী সন্তানদের মাসিক বৃত্তি প্রদান, বিভাগ ভিত্তিক শ্রেষ্ট সাংবাদিকদের আর্থিক পুরস্কার প্রদান, যেকোনো সদস্য মৃত্যু বরণ করলে পরিবারকে কমপক্ষ ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান, পেশাগত দায়িত্ব পালনকালে অঙ্গহানি হলে অনুদান প্রদান, পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্থ কিংবা অন্যায়ের শিকার হলে তাকে সম্মিলিতভাবে আইনগত সহায়তা করা, সাংবাদিকদের নবজাতক সন্তানকে এককালীন ২৫ হাজার টাকা আর্থিত সহায়তা প্রদানসহ বেশ কিছু সুবিধা তুলে ধরেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হিউম্যান ওয়াচ রাইটের প্রতিনিধি আব্দুল কাদের, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি রেজাউল ইসলাম, জয়যাত্রা টিভির প্রতিনিধি রাশেদ আলী, দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক যশোরের প্রতিনিধি আনিসুর রহমান, দৈনিক দেশেরপত্র ও সোনারপত্রের প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক বজ্রশক্তির প্রতিনিধি সোহেল আহম্মেদ, বাংলাদেশের পত্র ডট কমের প্রতিনিধি ফজলুর রহমান, দৈনিক বজ্রশক্তির স্টাফ রিপোর্টার ফিরোজ মেহেদি, দৈনিক দেশেরপত্রের স্টাফ রিপোর্টার শামসুজ্জামান মিলন, হুমায়ন কবির, আহাদ সাহেদ, রফিকুল ইসলাম প্রমূখ।

এই সংক্রান্ত আরও খবর

প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার মৃত্যুতে বাসাজ’র শোক

Shahadat Hossen

মাসে ১০ কোটি করে পদ্মার বকেয়া পরিশোধে রাজি বিমান

Shahadat Hossen

আফগানিস্তানফেরত ফখরুল হাল ধরেন হুজির, ছিল বড় হামলার পরিকল্পনা

Shahadat Hossen

হেযবুত তওহীদের নারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল

Shahadat Hossen

২৩ কেজি ওজনের এক মাছের দাম ৮ লাখ টাকা!

Shahadat Hossen

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

Shahadat Hossen

Leave a Comment