JAFB | Journalist Alliance Foundation of Bangladesh
Uncategorized

সালথায় স্বাস্থ্যকর্মীসহ নতুন ক‌রে ক‌রোনায় আক্রান্ত ৪ জন

সালথা প্রতিনিধি:
ফ‌রিদপুরের সালথা উপ‌জেলায় গত ২৪ ঘন্টায় স্বাস্থ্যকর্মীসহ নতুন ক‌রে ৪ জন (কো‌ভিট-১৯) ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছে। এ নি‌য়ে উপ‌জেলায় ১২ জুন শুক্রবার রাত ৯টা পর্যন্ত মোট আক্রান্ত ২৯ জন।

উপ‌জেলা স্বাস্থ্য বিভাগ এর তথ্যমতে, উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে কর্মরত ২৮ বছর বয়‌সী স্বাস্থ্যকর্মী ১ জন, মাঝার‌দিয়া ইউনিয়‌নের কুমারপু‌টি গ্রা‌মের ৫৫ বছর বয়‌সি ১জন এবং ভাওয়াল ইউ‌নিয়‌নের পুরুড়া গ্রা‌মে ৪২ বছর বয়‌সি একজন ও তারই ১২ বছর বয়‌সের মে‌য়ের ক‌রোনা ভাইরা‌স (ক‌ভিট ১৯) প‌জি‌টিভ এস‌ছে। এ পর্যন্ত উপ‌জেলায় মোট নমুনা সংগ্রহ করা হ‌য়ে‌ছে ২৫২টি, ফলাফল পাওয়া গে‌ছে ২৪৪ টির আর অ‌পেক্ষমান র‌য়ে‌ছে ৮ টির। প‌জি‌টিভ ফলাফল পাওয়া গে‌ছে ২৯ টির।

একজন সুস্থ হ‌য়ে বাড়ি ফি‌রে‌ছেন এবং ২৮ জন আই‌সো‌লেশ‌নে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছেন। ২৮ জ‌নের ২৭ জন হোম আই‌সো‌লেশ‌নে আ‌ছেন এবং ১ জন মে‌ডি‌কে‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

সালথা উপ‌জেলা‌ নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ব‌লেন, আক্রান্তদের বাড়িতে আইসোলুশনে রাখা হয়েছে। প্রত্যেকের বাড়ির লোকদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। প্রত্যেকের বাড়ি প্রতিবেশিদের থেকে আলাদা করা হয়েছে। সবাই‌কে অনু‌রোধ কর‌বো জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাই‌রে বের হ‌বেন না। ক‌রোনা ভা‌ইরাস মোকা‌বেলায় সকল স্বাস্থ্যবি‌ধি মে‌নে চলুন। য‌দি কেউ ক‌রোনা উপসর্গ নি‌য়ে অসুস্থ‌বোধ ক‌রেন তাহ‌লে উপ‌জেলা স্বাস্থ্য‌ ক‌মপ্লেক্সরে হট লাই‌নে যোগা‌যোগ কর‌বেন। এখনই য‌দি স‌চেতন না হই তাহ‌লে উপজেলায় ক‌রোনা ভয়াবহ রুপ নি‌তে পা‌রে। ক‌রোনা আক্রান্ত ব্যা‌ক্তি ও তার প‌রিবা‌রের সদস্য‌দের প্র‌তি মান‌বিক আচরন করার অনেু‌রোধ কর‌ছি।

এই সংক্রান্ত আরও খবর

২৩ কেজি ওজনের এক মাছের দাম ৮ লাখ টাকা!

Shahadat Hossen

নোয়াখালীতে শীতার্তদের ব্যতিক্রমী উপহার ও শীতবস্ত্র বিতরণ

Shahadat Hossen

পুলিশ পরিদর্শক থেকে বিসিএস ক্যাডারের এএসপি হলেন ৪০ জন

Shahadat Hossen

রাঙ্গুনিয়ায় বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে হত্যা

Shahadat Hossen

নোয়াখালীতে ‘হাসেম উৎসব’ উদ্বোধন

Shahadat Hossen

গাইবান্ধায় ১৯ কেজি গাঁজা ও প্রাইভেটকার আটক

Shahadat Hossen

Leave a Comment